বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন এর অনলাইন নিউজ পোর্টাল “কৃষকের কথা” এর যাত্রা শুরু
- আপডেট সময় : ০৩:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ: ২৬ অক্টোবর ২০২৫
ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশের কৃষক সমাজের কণ্ঠস্বরকে দেশব্যাপী তুলে ধরার প্রত্যয়ে, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল তাদের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল — “কৃষকের কথা”।
এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংগ্রামের কথা সবার সামনে তুলে ধরা। এটি হবে কৃষি, কৃষক, গ্রামীণ অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত খবর, বিশ্লেষণ ও মতামতের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
উদ্বোধনের বক্তব্যে সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজী বলেন:
“কৃষকই এই দেশের মেরুদণ্ড। অথচ তাদের কণ্ঠস্বর অনেক সময় উপেক্ষিত থাকে। ‘কৃষকের কথা’ পোর্টালটি হবে কৃষকদের আসল সমস্যার প্রতিধ্বনি এবং ন্যায্য অধিকার আদায়ের একটি শক্তিশালী মাধ্যম।”
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ রানা বলেন:
“আমরা চাই কৃষক নিজেই তার গল্প বলুক। স্থানীয় সমস্যাগুলো যেন মাঠ পর্যায় থেকে সরাসরি প্রচারিত হয়। প্রযুক্তির মাধ্যমে এখন প্রত্যেক কৃষকের কথা দেশের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে যাবে — এটাই আমাদের লক্ষ্য।”
কৃষকের কথা’ পোর্টালের বিশেষ বৈশিষ্ট্য:
* মাঠপর্যায়ের সংবাদদাতাদের মাধ্যমে কৃষি সংবাদ প্রচার
* কৃষিপণ্য বাজারদর, চাষাবাদ তথ্য ও সরকারি প্রণোদনার খবর
* কৃষক ও কৃষি উদ্যোক্তাদের সাক্ষাৎকার
* গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনী প্রযুক্তির প্রতিবেদন
* কৃষকদের অধিকার ও ন্যায্য দামের বিষয়ে বিশেষ প্রতিবেদন
উদ্দেশ্য:
এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার এবং সংগঠনের কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করা।
শেষে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়:
“আমাদের এই উদ্যোগে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। কৃষকের মুখের কথা, তার কষ্ট ও সাফল্য — এখন দেশ শুনবে ‘কৃষকের কথা’-র মাধ্যমে।”

খুব ভালো কার্যক্রম
thank you
খুবই ভালো লাগলো।
thank you
স্বাগতম বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন। শুভ হোক আগামীর পথ চলা।
স্বাগতম ও আন্তরিক অভিনন্দন “কৃষকের কথা”। আগামীর যাত্রা শুভ ও সুন্দর হোক,প্রান্তীক কৃষকের সকল সমস্যা ও না বলা কথা গুলো উঠে আসুক কৃষকের কথার মাধ্যমে।
ইনশাআল্লাহ্
স্বাগতম “কৃষকের কথা” নিউজ পোর্টালকে,এটি একটি বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন এর মুখপাত্র,এর মাধ্যমে কৃষক এর মুখের ও মনের ভাষা পৌঁছে দেওয়া হোক বিশ্ব দরবারে।