কৃষকের ন্যায্য মূল্য, আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজের সরবরাহ নিশ্চিতকরণের দাবিতে স্মারকলিপি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান করলেন কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা
- আপডেট সময় : ০৮:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিবেদন:
কুড়িগ্রাম, ২৭ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মহোদয়ের নিকট একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিটি প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান জালাল। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, আধুনিক কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে সহজলভ্য করা, সার-বীজ ও কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ, কৃষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম জোরদার করার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপি গ্রহণকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মহোদয় কৃষকদের দাবিগুলো মনোযোগসহকারে শোনেন এবং সেগুলো বিবেচনার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,
“কৃষক আমাদের দেশের মেরুদণ্ড। মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।”
এ সময় মাসুদুর রহমান জালাল সাংবাদিকদের বলেন,
“বাংলার কৃষক আজও ন্যায্য মূল্যের জন্য সংগ্রাম করছে। আমরা চাই, কৃষক তার শ্রমের সঠিক মূল্য পাক এবং রাষ্ট্রীয় নীতিতে তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক।”
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কৃষকের অধিকার, কল্যাণ ও উন্নয়নমূলক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
