ছাগল লাউ গাছ খাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করায় রাতে ২০ শতক জমির লাউগাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা
- আপডেট সময় : ১০:৩২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

বিস্তারিত প্রতিবেদন:
কুড়িগ্রাম, ২৭ অক্টোবর ২০২৫:
কুড়িগ্রাম জেলার এক কৃষকের ২০ শতক জমির লাউক্ষেতের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় কৃষক অভিযোগ করেছেন, তার ক্ষেতে ছাগল ঢুকে গাছ খাওয়ার ঘটনায় প্রতিবাদ করায় ছাগল মালিক রাতের অন্ধকারে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, কয়েকদিন আগে পাশের বাড়ির ছাগল তার লাউক্ষেতে ঢুকে গাছ খেয়ে নষ্ট করে ফেলে। বিষয়টি তিনি ছাগল মালিককে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকিও দেন। এরপর গতরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পুরো ক্ষেতের লাউগাছের গোড়া কেটে দেয়।
তিনি বলেন,
“আমি ভোরে গিয়ে দেখি সব লাউগাছের গোড়া কেটে ফেলা হয়েছে। ২০ শতক জমির সব গাছ শেষ। আমি ধার করে এই জমিতে ফসল করেছিলাম। এখন সব শেষ হয়ে গেছে।”
স্থানীয় এলাকাবাসীর দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এর সঙ্গে ছাগল মালিকের সম্পৃক্ততা আছে বলে তারা সন্দেহ করছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন,
“কৃষকের জীবিকা ধ্বংস করার মতো ঘটনা বরদাশত করা যায় না। আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানাব।”
এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
